স্পোর্টস ডেস্ক:ডেকলান রাইসের দুই গোলেই ব্যবধান গড়ে দিয়েছে আর্সেনালের জন্য। এমিরেটস স্টেডিয়ামে আজ রাইস আর আর্সেনাল যা করেছে, তাতে হতভম্ব দশা রিয়াল মাদ্রিদেরই। উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।এই হারকে বিধ্বস্ত বলাই ভালো। তিনটি গোলই হয়েছে মাত্র ১৭ মিনিটের মধ্যে, গোলকিপার থিবো কোর্তোয়া দেয়াল হয়ে না দাঁড়ালে হজম করতে হতো আরও বেশি, মড়ার ওপর খাঁড়ার ঘার মতো শেষ দিকে লাল কার্ডও দেখেছেন কামাভিঙ্গা।রিয়ালের এমন দুর্দশার ম্যাচে সরাসরি ফ্রি কিকে দুটি গোল করে চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়েছেন রাইস। কিক অফ বাঁশির পর ম্যাচের প্রথম গোলমুখে শটটা কিলিয়ান এমবাপ্পে নিলেও সময় যত গড়িয়েছে, আর্সেনাল তত ধারালো হয়েছে। যদিও ম্যাচের প্রথম ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। এর মধ্যে বিরতির আগমুহূর্তে রাইসের হেড আর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট আটকে দেন কোর্তোয়া। আবার ৩১ মিনিটের সময় আর্সেনাল গোলকিপার ডেভিড রায়াকে একা পেয়েও বল তার কাছেই দিয়ে সুযোগ নষ্ট করেন এমবাপ্পে।ম্যাচের গতিপথ পাল্টায় দ্বিতীয়ার্ধে। ৫৮তম মিনিটে আর্সেনাল ফ্রি কিক পেলে সেটিতে শট নেন ডেকলান রাইস। জোরের সঙ্গে নেওয়া বাঁকানো শট জাল নিচু হয়ে জালে জড়ায়। কোর্তোয়া ঝাঁপিয়েও নাগাল পাননি। আর্সেনাল ও ওয়েস্ট হাম ক্যারিয়ারে ৩৩৯ ম্যাচ খেলে এটিই রাইসের সরাসরি ফ্রি কিক থেকে প্রথম গোল।২৮ বছর বয়সী এই মিডফিল্ডার এখানেই থামেননি। ৭০তম মিনিটে আবার ফ্রি কিক পায় আর্সেনাল, এবারও রাইসের জোরালো শট জালে। ওপরের পোস্ট ঘেঁষে পৌঁছানো এই বলও নাগালে পাননি রিয়াল গোলকিপার। যে গোল দেখে উদযাপন ভুলে মাথায় হাত ওঠে ওডেগার্ডের।১২ মিনিটের মধ্যে দুটি দুর্দান্ত ফ্রি কিক গোল দেখে উৎসব শুরু হয়ে যায় এমিরেটস স্টেডিয়ামে। মূলত ওই সময়ই ম্যাচে মানসিকভাবে ধসে পড়ে রিয়াল মাদ্রিদ। রাইসের দুই সরাসরি ফ্রি কিক গোলের মধ্যেই আরেকটি গোল হজম থেকে বাঁচান কোর্তোয়া ও বেলিংহাম।রাইসই প্রথম খেলোয়াড়, যিনি চ্যাম্পিয়নস লিগ নকআউটে সরাসরি ফ্রি কিক থেকে দুটি গোল করেছেন। এর আগে রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, হাকিম জিয়েশরা করলেও সে সব নকআউটের ম্যাচ ছিলো না।তবে রাইসের জোড়া গোলে আর্সেনাল-ঝড় থামেনি। ৭৫তম মিনিটে যোগ হয় আরেকটি গোল। লুইস-স্কেলির বাড়ানো বল প্রথম স্পর্শেই জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মাইকেল মেরিনো (৩-০)। বাকি সময়ে এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।যদিও এর আগেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গাকে। আগামী ১৬ এপ্রিল, সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনাল-চূড়ান্তের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।
Discussion about this post