বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হঠাৎ করে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এমন কোনো তথ্য জানে না বলে জানিয়েছে।গুজবটি ভিত্তিহীন উল্লেখ করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী বুধবার সন্ধ্যায় বলেন, রিয়াজ আহমেদের সঙ্গে সংগঠনের দীর্ঘদিন ধরে সরাসরি যোগাযোগ না থাকলেও এমন কোনো ঘটনা ঘটলে শিল্পী সমিতির অগোচরে থাকার কথা নয়। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই এই ভুয়া খবর ছড়ানো হয়েছে।জয় চৌধুরী আরও বলেন, এর আগেও একাধিক গুণী শিল্পীর মৃত্যুর খবর এভাবেই গুজব হিসেবে ছড়ানো হয়েছে। তিনি উল্লেখ করেন, নায়ক রাজ্জাক, এটিএম শামসুজ্জামান, মিশা সওদাগর, ডিপজল ও রুবেলসহ অনেক শিল্পীর মৃত্যুর ভুয়া সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছিল।এ ধরনের গুজবে শিল্পীরা যেমন বিব্রত হন, তেমনি শিল্পীদের পরিবারের সদস্যদের মাঝেও মানসিক চাপ ও নেতিবাচক প্রভাব পড়ে বলে জানান তিনি। এ কারণে এবার গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পী সমিতি। জয় চৌধুরী বলেন, ইতোমধ্যে এ সংক্রান্ত কিছু ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে।শিল্পী সমিতির এই নেতা মনে করেন, কিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিউ এবং জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যেই এ ধরনের গুজব ছড়ায়।প্রসঙ্গত, ১৯৯০–এর দশকের মাঝামাঝি থেকে প্রায় দুই দশক ধরে ঢালিউডে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন রিয়াজ আহমেদ। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি একাধিক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন।২০২২ সালের ২৩ সেপ্টেম্বর তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায়। এরপর নতুন কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি।এছাড়া অতীতে তিনি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবেও তাকে একাধিকবার দেখা গেছে। সে কারণে সাম্প্রতিক সময়ে তিনি প্রকাশ্যে খুব একটা সক্রিয় নন বলে জানা গেছে।
























































Discussion about this post