ঢাকা: রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুললো। দীর্ঘ আড়াই মাস তালাবদ্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা। কার্যালয়ে প্রবেশের পর রিজভী বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম, জনগণের পক্ষেই আছি। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা। বেলা পৌনে এগারোটার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মীসহ অফিস স্টাফরা কার্যালয়ে প্রবেশ করেন। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরদিন থেকে তালা ঝুলছিল বিএনপি কার্যালয়ে।
Discussion about this post