ঢাকা: রাজধানীর গুলশানের আমেরিকান অ্যাম্বাসির সামনে একটি রিকশা বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায়। এতে ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রিকশা আরোহী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে শিশুটির পরিবারের আরও তিনজন।রোববার (৩১ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার রিহান নামের শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতরা হলেন শিশুটির বড় বোন রাহী (৬), বাবা রহিম ও মা শাহজাদী আক্তার মাফারা (২৫)। নিহত রিহান নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তাদের বাসা বাড্ডা বাঁশতলা এলাকায়। রহিম গুলশানে মুদি দোকানদার।
শিশুটির মামা নজরুল ইসলাম জানান, রোববার রাতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নতুন বাজারে গিয়েছিলেন বাজার করতে। সেখান থেকে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হয় বলে খবর পাই। হাসপাতালে নিয়ে গেলে রিহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাহী ও তার মা মাফারাকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শিশুটির বাবা রহিম শাহবুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান নজরুল ইসলাম।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, রিকশা দিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী রিকশাটি চিনিবোঝাই ট্রাকের সামনে পড়ে যায়। এতে ট্রাকচালক রিকশাটিতে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখনই ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে রিকশার। এতে রিকশায় থাকা চারজনই আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তবে রিকশাচালককে পাওয়া যায়নি। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Discussion about this post