আন্তর্জাতিক ডেস্ক: রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল কংগ্রেসের এক সংসদ সদস্যের। ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর শহরের ওই সাংসদের নাম সান্তোখ সিংহ চৌধুরী। শনিবার সকালে পাঞ্জাবের ফিল্লৌরে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে সাংসদকে নিয়ে যাওয়া হয় ফাগওয়ারার ভির্ক হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কংগ্রেস সাংসদের প্রয়াণের খবর শুনে ভারত জোড়ো যাত্রা ছেড়ে হাসপাতালে গিয়েছেন রাহুল। কংগ্রেস সাংসদের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। টুইটারে তিনি লিখেছেন, ‘জলন্ধরের কংগ্রেস সাংসদের আকস্মিক প্রয়াণে শোকাহত। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’ গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। চলতি বছরের ৩০ জানুয়ারি কংগ্রেসের এই কর্মসূচি শেষ হবে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে হেঁটেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই কর্মসূচি দেশে সাড়া ফেলেছে বলে দাবি কংগ্রেসের।
Discussion about this post