আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের মামলায় বিচার হওয়া উচিত বলে দাবি করেছেন দেশটির প্রধান বিরোধী দল সামাগি জন বালাওয়েগা (এসজেবি)। দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে গোতাবায়ার বিচারের দাবি জানায় এসজেবি। সংবাদ সম্মেলনে এসজেবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজিথ পি পেরেরা বলেন, ‘গোতাবায়া এই দেশের নাগরিক। তার মাতৃভূমিতে ফেরার অধিকার রয়েছে। তার এই অধিকার কেউ অস্বীকার করতে পারেন না। তবে রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে তার বিচার হওয়া উচিত।’ তিনি বলেন, ‘মা-বাবার স্মৃতিস্তম্ভের জন্য রাষ্ট্রীয় তহবিল ব্যয় করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা ছিল। এই মামলাগুলো আবার চালু হওয়া উচিত। অন্যান্য অভিযোগের ক্ষেত্রেও অভিযোগপত্র দায়ের করা উচিত।’ অজিথ পেরেরা বলেন, ‘গোতাবায়াকে বিচারের মুখোমুখি করা এবং দোষীসাব্যস্ত হলে শাস্তি দেওয়া সম্ভব। কারণ সংবিধান অনুযায়ী তিনি এখন দায়মুক্তি ভোগ করছেন না।’ বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন গোতাবায়া। তিনি আগামী ২৫ আগস্ট দেশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
Discussion about this post