ঢাকা: ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দীর জবানবন্দী বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাসিনা চলে যাওয়ার পর থেকে ঐক্যের জায়গাতে ঠিক থাকতে না পারা জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের ভালবাসা নিয়ে বিদেশ গেলেন বিএনপি চেয়ারপার্সন। আন্তর্জাতিকভাবেও তাকে সম্মানিত করা হয়েছে। এসময় এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় কাতারের আমির ও চিকিৎসার বিষয়ে সহযোগিতার জন্য ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগরিই দেশে ফিরবেন বলে জানান তিনি।
Discussion about this post