আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়ায় দুই অঞ্চলের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায়, সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। রাশিয়ার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। তারপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ক্ষমতাবলে জো বাইডেন ডোনেস্ক ও লুহানস্কে সব ধরনের মার্কিন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এ ছাড়া মার্কিন জনগণের পক্ষ থেকেও সব ধরনের সহায়তা বন্ধ ঘোষণা করা হয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে ব্লিঙ্কেন বলেন, দুটি অঞ্চল থেকে রাশিয়ার লাভবান হওয়া ঠেকাতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইউক্রেন বা ইউক্রেনের সরকার নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সেখানে মানবিক বা অন্যান্য কর্মকাণ্ড পরিচালিত হবে।’তিনি আরো বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলকে রাশিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তা মোকাবেলায় ইউক্রেন ও মিত্রদের সঙ্গে রুশ আগ্রাসন ঠেকাতে যৌথভাবে কাজ করবে। ২০১৪ সাল বিদ্রোহীরা রুশ সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
Discussion about this post