আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩১ মে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের মতামত পাতায় অতিথি নিবন্ধে প্রেসিডেন্ট জো বাইডেনের ‘ইউক্রেনে আমেরিকা কী করবে এবং কী করবে না’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ হয়। বলেন, আমি পুতিনের সঙ্গে যতটা দ্বিমত পোষণ করি এবং তার কর্মকাণ্ডকে অত্যাচার মনে করি, কিন্তু যুক্তরাষ্ট্র তাকে মস্কোতে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না। তিনি আরও বলেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্ররা আক্রান্ত হয়, আমরা সরাসরি এই সংঘাতে জড়াব না। কিংবা ইউক্রেনে যুদ্ধ করতে বা রাশিয়ান সেনাদের আক্রমণ করতে আমেরিকান সেনা পাঠানো না। তিনি আরও বলেন, ইউক্রেনকে নিজেদের সীমান্ত পেরিয়ে গিয়ে আক্রমণ চালাতে উৎসাহ বা সেই সক্ষমতা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। শুধু রাশিয়াকে ব্যথা দেওয়ার জন্য আমরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চাই না। এ ছাড়া, রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনে আরও অত্যাধুনিক রকেট এবং সমরাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও নিবন্ধে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ইউক্রেনকে সাহায্য করতে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার প্রেরণেরও ঘোষণা দেন। বিশ্বে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে খাদ্য সংকট প্রকট হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা। খাদ্য সংকট নিরসনে মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করছেন বলেও জানিয়েছেন বাইডেন। এ ছাড়া, বর্তমানে ইউক্রেনে রাশিয়া পারমাণবিক হামলা করতে পারে বলেও কোনো আভাস পাননি বলে জানান তিনি। তিনি স্পষ্ট করে লিখেন, চলমান যুদ্ধে পারমাণবিক বোমার যেকোনো ব্যবহার আমাদেরসহ বাকি বিশ্বের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর পরিণতি মারাত্মক হবে।
Discussion about this post