আন্তর্জাতিক ডেস্ক: দুদিন আগে রাশিয়ার সবচেয়ে বড় দুই অপরিশোধিত তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান রোজনেফট ও লুকওয়েলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন। এরপর আজ শুক্রবার ভারতে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা রিলায়েন্স ঘোষণা দিয়েছে, রাশিয়ার তেলের ওপর পশ্চিমা দেশ ও সংগঠনগুলোর নিষেধাজ্ঞা তারা মেনে চলবে।বর্তমানে ভারতের বেসরকারি ব্যবসায়ী ও পুঁজিপতিদের মধ্যে রুশ তেল আমদানিতে শীর্ষে আছেন মুকেশ আম্বানি। রোসনেফ্টের সঙ্গে তেল ক্রয় সংক্রান্ত চুক্তি করেছে তার নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা রিলায়েন্স গ্রুপ এবং সেই চুক্তি অনুসারে প্রতিদিন রিলায়েন্সকে ৫ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করে আসছিল রোসনেফ্ট।গুজরাটের বন্দর থেকে খালাসের পর সেই তেল নিয়ে যাওয়া হতো জামনগরে রিলায়েন্স গ্রুপের তেল শোধনাগারে। সেখানে পরিশোধন শেষে ভারতের বাজারে যেত রাশিয়ার তেল।রিলায়েন্স গ্রুপের জামনগরের শোধনাগারটি বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেলের শোধনাগার। দৈনিক ১০ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা আছে এটির।ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে মতানৈক্য হওয়ায় ২২ অক্টোবর বুধবার দুই বৃহত্তম রুশ তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোইলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এ সংক্রান্ত এক বিবৃতিতে ট্রেজারি বিভাগের পক্ষ থেকে বলা হয়, রোসনেফ্ট এবং লুকোইলের সঙ্গে বিশ্বের যেসব কোম্পানির তেল লেনদেন চুক্তি আছে, সেসব স্থগিত বা বাতিলের জন্য ২১ নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছে ট্রেজারি বিভাগ। এই সময়সীমার মধ্যে যদি কোনো কোম্পানি চুক্তি বাতিলে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট কোম্পানিও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
























































Discussion about this post