স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জ ইদ্রাকপুর একটি বাসায় রান্নাঘরে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের শিশু ও নারীসহ ৪জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন,মোছাঃ রোজিনা বেগম(৩১),রিজভি আহমেদ রাসেল(৩৫),তাঁর মা শাহিদা বেগম (৫৫) ও তিন বছরের শিশু রাইয়ান। শনিবার (০৯ ডিসেম্বর)সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনাটি ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে নিয়ে আসা ভাই রাজীব আহমেদ জানান,আমার বাবা ফজরের নামাজ পড়ে সকালে রাস্তায় হাঁটতে গিয়েছিল সকালে রান্না করার জন্য আমার ছোট ভাই বোন গিয়েছিল।পরে গ্যাস নিকেস থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয় আমরা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে দ্রুত শেখ হাসিনার জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। তিনি জানান,আমার ছোট ভাই রিজভী আহমেদ মুন্সিগঞ্জ সদর হাসপাতাল নারী নির্যাতন সেলের প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত।আমার ভাই মাত্র ৭ দিন নতুন ফ্ল্যাটে উঠেছেন বলে জানান তিনি। শেখ হাসিনা জাতীয় বার্নও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ তরিকুল ইসলাম জানান,মুন্সিগঞ্জের ইদ্রাকপুর এলাকা থেকে দগ্ধ অবস্থায় শিশু নারী সহ চারজন শেখ হাসিনা বার্নে এসেছে তাদের মধ্যে রিজভী আহমেদের ১০ শতাংশ দগ্ধ,রোজিনা আক্তারের ১২ শতাংশ দগ্ধ, সাহিদা খাতুনের ৯৫ শতাংশ দগ্ধ ও শিশু রাইয়ানের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার ফেস বার্ন রয়েছে। জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের মধ্যে সাহিদা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
Discussion about this post