ঢাকা: জিনিসপত্রের দাম রাতারাতি একেবারেই কমানো সম্ভব হবে বিষয়টা সেরকম হয়তো নয়। কিন্তু দাম কমবে এটা নিশ্চিত। একইসাথে মানুষের মধ্যে শিগগিরই একটা স্বস্তি মিলবে বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, উৎপাদন বাড়লে সরবরাহ বাড়বে, এজন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাই এখন আমাদের প্রথম অগ্রাধিকার। অতি দ্রুত সময় কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। উপদেষ্টা বলেন, এজন্য উৎপাদন এবং সরবরাহ এর দিকে মনোযোগ দিয়ে কাজ শুরু করছি। এখন কাকে ধরবো কাকে আটকাবো সেটা মূল বিষয় নয়, এখন প্রধান কাজ হলো জিনিসপত্রের দাম কমানো।
Discussion about this post