স্টাফ রিপোর্টার(রাজশাহী): করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও নাটোরের একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ১০ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৬৩ জন। রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৬টি নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন দুজন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ বলে জানা গেছে।
Discussion about this post