ঢাকা: রাজধানী শাহবাগে বারডেম হাসপাতালের সামনে বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির ডাকা ১১তম দফার অবরোধের শেষ দিনে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ৩৪ মিনিটে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ২টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এদিকে, একইসময়ে পুরাণ ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে সাভার পরিবহন বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
Discussion about this post