কে এস ইসলাম: রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় তারপিনের ড্রাম কাটতে গিয়ে আগুনে চার শ্রমিক দগ্ধ। দগ্ধ হলেন, মোঃ মুজাফফর (২৬), মোঃ রফিকুল(১৮), মোঃ রবিন (১৯), ও সরলাল দাস(৪৫)। সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এই আগুনের ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে সকাল সাড়ে দশটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। দগ্ধ মুজাফফর জানান,অনুমান সকালসাড়ে নয়টার দিকে আগারগাঁও তালতলা নুরানী কনস্ট্রাকশন নামে একটি বিল্ডিংয়ে তারপিনের ড্রাম কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়,এতে চারজন শ্রমিকের শরীরের বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে যায়।পরে শেখ হাসিনা জাতীয় বার্নও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার মোঃ তরিকুল ইসলাম জানান,আগারগাঁও থেকে চারজন দগ্ধ হয়ে এসেছে তাদের হাতে-পায়ে বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে।তাদের চারজনকেই অবজারভেশনে রাখা হয়েছে তাদের চারজনে চিকিৎসা চলছে তারা চারজনই সংক্রামুক্ত বলেও জানান তিনি।
Discussion about this post