মুমু জান্নাত: রাজধানীসহ তার আশেপাশে জেলার বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৫ মে) ভোর ৫টা ৫৭ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকায় ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। ভূকম্পন ১২. ৭ মাইল জুড়ে বিস্তৃত ছিল। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ সকাল ৫ টা বেজে ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পটি হালকা মাত্রার। এক সূত্রে জানা গেছে, নরসিংদী থেকে সাত কিলোমিটার দূরে ছিলো ভূমিকম্পের উৎপত্তিস্থল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
Discussion about this post