স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, ‘সকাল ৭টা ৩৫ মিনিটে আগারগাঁও সিগন্যালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ৮টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার থেকে লাগা আগুনে বাসটি পুড়ে যায়।’ বাসটির চালক দেলোয়ার হোসেন জানান, আগারগাঁও সিগনালে বাস থামানোর পর ধোঁয়া দেখে ইঞ্জিনের ঢাকনা খুললে দাউ দাউ আগুন জ্বলতে দেখেন তারা। এরপর বাস থেকে লাফিয়ে নেমে পড়েন। বাসে তিনি ও তার সহকারী ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।
Discussion about this post