রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শামসুন নাহার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পোমরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাস্টার টিলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার পোমরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার দু’ছড়ি মুখ গ্রামের আবু তাহেরের মেয়ে শামসুন নাহারের বিয়ে হয় একই উপজেলার পোমরা ইউনিয়নের মাস্টার টিলা গ্রামের বজলুল করিমের ছেলে জালাল উদ্দিন মঞ্জুর সঙ্গে। চার বছর আগে ২০১৯ সালে তাদের বিয়ে হয়। তাদের ঘরে তাওবান নামে একটি তিন বছরের পুত্র সন্তান রয়েছে। বিকালে প্রতিবেশীরা জানতে পারেন, শামসুন নাহার আত্মহত্যা করেছেন। তবে শামসুন নাহারের পরিবারের লোকজনের দাবি, শামসুন নাহারকে হত্যা করা হয়েছে। তার শাশুড়ি ও দেবর বিয়ের পর থেকে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। আত্মাহত্যার আলামত তার শরীরে নেই বলেও জানান তারা। এ বিষয়ে জানতে গৃহবধূর স্বামী জালাউদ্দিন মঞ্জুর মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি, মোবাইল বন্ধ পাওয়া গেছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে, কী ঘটেছিল। এ বিষয়ে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post