রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখা লীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে রুমান মুফতি (৩৫) নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার রাবনাবাদ নদীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত রুমান উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের অলি মুফতির ছেলে। স্থানীয়রা জানায়, শহিদ ফকিরের মালিকানাধীন ট্রলারের পাঁচ জেলে চালিতাবুনিয়া সংলগ্ন রাবনাবাদ নদীতে মাছ ধরছিল। বিকেল তিনটার দিকে হঠাৎ বজ্রবৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয়। পরে তারা তীরে ফিরে আসার সময় তাদের ট্রলারে আকস্মিক বজ্রপাত হয়। ঘটনাটি নিশ্চিত করে চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, এ বজ্রপাতে রুমান মুফতিসহ একই এলাকার জেলে রাসেল, তৌসিফ ও ইয়াকুব আহত হয়। তাদের দ্রুত কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের মধ্যে রুমান মুফতি মারা যান এবং বাকি তিনজন চিকিৎসাধীন। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, ঘটনাটি তারা শুনেছেন এবং এ বিষয়ে হাসপাতালে খোঁজখবর নিচ্ছেন।
Discussion about this post