বিনোদন ডেস্ক: হাতে হাতে হৃদয়ের বন্ধন। রাখি সবার জন্য। কেবল কাছের আত্মীয় কিংবা ভাইবোনেদের নয়, প্রিয় বন্ধুদেরও রাখি পরালেন সানি লিওন। কন্যা নিশার সঙ্গে তিনিও মাতলেন আনন্দ-উৎসবে। সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার আর যমজ দুই পুত্র নোয়া এবং আশার। শুক্রবার জমজমাট পারিবারিক রাখি অনুষ্ঠানের ঝলক ভাগ করে নিলেন ‘রাগিণী এমএমএস ২’ অভিনেত্রী। ছবিতে পেঁয়াজরঙা কুর্তা-পালাজোতে ঘর আলো করে ছিলেন সানি। ড্যানিয়েল আর নোয়ার অঙ্গে নীল পাঞ্জাবি, সাদা কুর্তা। মিঠে হলুদ লেহেঙ্গায় ঝলমল করছে নিশা। আশারের পরনে গেরুয়া পাঞ্জাবি। একই ফ্রেমে ধরা দিল সুখী পরিবার। সেই ছবি দিয়ে সবাইকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন সানি। তাদের দুধসাদা ঘরে এদিন আমন্ত্রিত ছিলেন ফ্যাশন ডিজাইনার রোহিত বর্মা, স্টাইলিস্ট হিতেন্দ্র কাপোপারা, ইউসুফ ইব্রাহিম এবং আরও দুই বন্ধু। তাদের হাতে সযত্নে রাখি পরিয়ে দিলেন সানি। ভাইদের মঙ্গল কামনায় তাদের হাতে রাখি পরাল ছোট্ট নিশা। নোয়া আর আশারও রাখি বাঁধল বোনের হাতে। শুধু তাই নয়, সানির বন্ধু ইউসুফকেও রাখি পরিয়েছে নিশা।
Discussion about this post