স্পোর্টস ডেস্ক: রহমতমগঞ্জকে ২-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস। সুপার সাব ইনসান হোসেনের অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে রহমতগঞ্জকে হারায় বসুন্ধরা কিংস। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে কিংস অ্যারেনায় দ্বিতীয় কোয়ালিফায়ারের ৭৫ মিনিটে প্রথমে এগিয়ে যায় রহমতগঞ্জ। যদিও ৭ মিনিটের মধ্যে বসুন্ধরার সাদ উদ্দিন গোল করে সমতা ফেরান কিংস শিবিরকে। ১-১ স্কোরলাইন নিয়ে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়। এই পর্বের দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে রাকিব হোসেনের ক্রসে হেডে গোল করেন বদলি হিসেবে নামা ইনসান হোসেন। ম্যাচের ১১২তম মিনিটে রাকিবের দুর্দান্ত ক্রসে হেডে জালে বল জড়ান ইনসান। বসুন্ধরার জার্সিতে এটিই তার প্রথম গোল। উল্লেখ্য, আগামী ২২ এপ্রিল ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে কিংসরা।
Discussion about this post