ঢাকা:আসন্ন রমজান মাসে বাজারে সয়াবিন তেলের ঘাটতি থাকবেনা। ভোগ্য পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্যে মোবাইলকোর্ট পরিচালনার পাশাপাশি থাকবে তদারকি বলে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যাগে আয়োজিত সিলেটের হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা- জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবন মান উন্নয়ন সম্পর্কে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভাগীয় সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাস এলেই বাজারে নিত্যপণ্যের দাম কমে যায় তবে বাংলাদেশে সিন্ডিকেট করে বাড়ানো হয়। নিম্ন আয়ের মানুষের জন্যে বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভূমিকা রাখবে এই সরকার। এ সময় ভোগ্য পণ্যের দাম রমজান মাসে সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি, মো. মুশফিকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।সেমিনারে বক্তারা হাওর এলাকার জীববৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ে ইমামদের ভূমিকা তুলে ধরেন বক্তব্যরা।
Discussion about this post