বিনোদন ডেস্ক: হাজারো তরুণীর মন ভেঙে বৃহস্পতিবার আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের ‘চকোলেট বয়’ খ্যাত অভিনেতা রণবীর কাপুর। মন ভাঙা সেই তরুণীদের মধ্যে আছেন বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়াও। রণবীরের বিয়ে কষ্ট দিয়েছে তাকেও। বহু তরুণীর মতো শবনম ফারিয়ারও ক্রাশ ছিলেন রণবীর কাপুর। পছন্দের মানুষের বিয়ে হয়ে যাওয়াতে তাই স্বাভাবিকভাবেই মন খারাপ ফারিয়ার। যেটি তিনি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেছেন। ফারিয়া লিখেছেন, ‘রণবীরটাও বিয়ে করে ফেলল! দুনিয়ায় অবিবাহিত আর কোনো ‘ক্রাশ’ থাকল না! দুনিয়া নিষ্ঠুর!’ যদিও এই পোস্টটি যে অভিনেত্রী নিছকই মজা করে দিয়েছেন, তা হয়তো কারও বুঝতে বাকি থাকার কথা না। বৃহস্পতিবার বিকালে রণবীরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে আলিয়া ভাটের কপালে সিদুঁর পরিয়ে এবং সাতপাকে ঘুরে তাকে বিয়ে করেন এই ‘রকস্টার’ তারকা। বিয়েতে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য, খুবই কাছের কয়েকজন আত্মীয় এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। প্রায় পাঁচ বছর প্রেম করার পর বিয়ে হলো আলিয়া-রণবীরের। ২০১৮ সালের শুরুতে তারা প্রথমবার জুটি বেঁধে ‘ব্রহ্মাস্ত্র’ নামে একটি ছবির শুটিং শুরু করেন। সেটির শুটিং সেট থেকেই তাদের মন দেওয়া-নেওয়া। অনেক চর্চার পর প্রেমিক-প্রেমিকা থেকে এবার হলেন স্বামী-স্ত্রী।
Discussion about this post