ঢাকা: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে একটি পক্ষ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দলটির একাংশের মহাসচিব মুজিবুল হক চুন্নু। সোমবার (২৯ জানুয়ারি) বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মলেন এ অভিযোগ করেন চুন্নু। এসময় তিনি বলেন, অসুস্থ রওশন এরশাদ অসাংগঠনিক সিদ্ধান্ত নিলেও তা নিয়ে অস্বস্তিতে নেই জাতীয় পার্টির জিএম কাদেরের অনুসারীরা। চুন্নু বলেন, দলের সাংগঠনিক বিষয় সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই রওশন এরশাদের। একটা পক্ষ তাকে ব্যবহার করছে। সংসদে মানুষের প্রত্যাশা অনুযায়ী বিরোধী দলের ভূমিকা রাখবে লাঙ্গলের সংসদ সদস্যরা। রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বহিষ্কারের কথা জানান দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এর কিছুক্ষণ পরেই আরেক সংবাদ সম্মেলনে মুজিবুল হক চুন্নু জানান, রওশন এরশাদের পদটি আলঙ্কারিক। গঠনতন্ত্রে পরিবর্তনের এখতিয়ার তার নেই।
Discussion about this post