ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে ৮১ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (৭ জানুয়ারি) রাতে আসনটির মোট ১৭৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এতে দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৮৬৮ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট। রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন।
Discussion about this post