আন্তর্জাতিক ডেস্ক: রুশ হামলার তীব্রতায় বেশ বিপাকে আছে ইউক্রেনীয় বাহিনী। এ অবস্থায় যৌথ বাহিনীর অপারেশন কমান্ডার মেজর জেনারেল এডুয়ার্ড মোসকালিভকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রবিবার তাকে বরখাস্তের ঘোষণা দেন তিনি। তবে কেন তাকে বরখাস্ত করা হলো, এ বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। রয়টার্স জানিয়েছে, বরখাস্ত হওয়া মেজর জেনারেল এডুয়ার্ড মোসকালিভ ডনবাস অঞ্চলে ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এক লাইনের ডিক্রিতে প্রেসিডেন্ট জেলেনস্কি ডনবাস অঞ্চলে যুদ্ধে নিযুক্ত ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার হিসাবে এডুয়ার্ড মোসকালিভকে বরখাস্ত করার কথা ঘোষণা করেন। এডুয়ার্ড মাইখাইলোভিচ মোসকালভকে গত বছরের মার্চে এই পদে নিযুক্ত করা হয়েছিল। এ বিষয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ দেশজুড়ে দুর্নীতিবিরোধী অনুসন্ধান পরিচালনা করছে। অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ মেলায় অনেক ঊর্ধ্বতন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে মোসকালভের বরখাস্ত দুর্নীতির জন্য কিনা তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, রুশ বাহিনী বর্তমানে ডনবাসের পূর্বাঞ্চলীয় দু’টি এলাকা দখল করার জন্য সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে এবং প্রেসিডেন্ট জেলেনস্কি সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব ইউক্রেনের সামরিক পরিস্থিতিকে কঠিন ও বেদনাদায়ক হিসাবে আখ্যায়িত করেছেন।
Discussion about this post