ঢাকা:রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ১৪ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।বিষয়টি কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।জানা গেছে, অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের আটক করে। একপর্যায়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান জানান, শুক্রবার (৭ মার্চ) রাতে অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ওই সময় তারা কিছু টাকা-পয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায়। এসময় সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলোকে ভাঙা অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
Discussion about this post