বগুড়া প্রতিনিধি: বগুড়ায় তুহিন বাবু ওরফে কুইন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শহরের নিশিন্দারা পূর্ব খাঁপাড়া এলাকায় পিকনিকের অনুষ্ঠান চলাকালে ১০/১২ জনের একদল দুর্বৃত্তরা কুইনকে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় কুইনকে রক্ষা করতে যাওয়া আরও দুই যুবকও গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। নিহত কুইন নিশিন্দারা খাঁপাড়ার শহিদুল্লাহ ওরফে শহীদ ডাক্তারের ছেলে। তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, কুইন ও তার বন্ধুরা মিলে খাঁপাড়ার ইউক্যালিপ্টাস বাগানে শনিবার পিকনিকের আয়োজন করেছিলেন। রাতের খাওয়া-দাওয়ার প্রস্তুতির সময় ১০-১২ জনের একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে সেখানে ঢুকে কুইনের উপর হামলা চালায়। এ সময় ঝন্টু ও রহিম নামে দুই যুবক কুইনকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা তাদেরও আঘাত করে পালিয়ে যায়। এরপর তাদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, লাশ মেডিকেলে আছে। আহত দুজন আশঙ্কামুক্ত বলে জানতে পেরেছি। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
Discussion about this post