ঢাকা:অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আরও আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। এলএনজিসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানো হবে।’ রোববার (৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের থেকে নতুন করে শুল্ক আরোপের বিষয় নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। সালেহ উদ্দিন আহমেদ বলেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্যের বাধাগুলো দূর হলে শুল্কের বিষয়ে তারা পুনর্মূল্যায়ন করতে পারে।তিনি বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আরও রপ্তানি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে। বাংলাদেশের কী কী পণ্যের চাহিদা আছে সে দেশে, সেগুলো খুঁজে বের করার তাগিদ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।অর্থ উপদেষ্টা আরও বলেন, পোশাক শিল্পের বাইরে গিয়ে আর কী কী পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে, সে ব্যাপারে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত হবে। এ ক্ষেত্রে প্লাস্টিক পণ্য আমদানির ওপর জোর দেওয়া হবে। এছাড়া তুলা, লোহা, সয়াবিন তেলের বীজও আমদানি বাড়ানো হবে।
Discussion about this post