আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ মিত্ররা চাঁপের মুখে পড়া সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা শুরু করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য টাইমস । টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে তার পদত্যাগের সম্ভাবনা তৈরি হওয়ায় এই আলোচনা শুরু হয়েছে। সরকারি একজন মুখপাত্র দাবি করেছেন, এই ধরনের কোনো প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি এবং এটি সম্পূর্ণ মিথ্যা। তবে দ্য টাইমস জানিয়েছে, প্রধানমন্ত্রী স্টারমারের ঘনিষ্ঠরা অন্তত অনানুষ্ঠানিকভাবে টিউলিপের স্থলাভিষিক্ত হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করেছেন। দ্য টাইমস আরও জানিয়েছে, সোমবার টিউলিপ নিজেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছেন। এটি তার পদত্যাগের ইঙ্গিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন লেবার পার্টির :আলিস্টার লুক স্ট্রাথার্ন, ক্যালাম অ্যান্ডারসন, র্যাচেল ব্লেক, কানিষ্ক নারায়ণ এবং ইমোজেন ওয়াকার।সরকারের একাধিক সূত্র বলছে, এই পদ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে।
Discussion about this post