ঢাকা: ব্যক্তিগত স্বার্থের ক্ষতি হলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জামায়াত নেতা মরহুম মাওলানা আবদুস সোবহানের স্মৃতির ওপর রচিত জীবনী গ্রন্থ ‘তৃণমূল থেকে শীর্ষ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা আবদুস সোবহান ফাউন্ডেশন এ অনুষ্ঠান আয়োজন করে। জামায়াত আমির বলেন, বাংলাদেশের রাজনীতি অঙ্গনে মাওলানা আবদুস সোবহানের অবদান অপরিসীম। তিনি বলেন, যারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসে তারা কখনও দেশকে বিপদে ফেলে পালিয়ে যেতে পারে না। তাই দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই ব্যক্তিগতভাবে ক্ষতিসাধন হলেও দেশ ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
Discussion about this post