ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে । বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দোহাগামী ফ্লাইটটি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানবন্দর ছাড়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বাতিল করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান জানান, এয়ারলাইনস কর্তৃপক্ষ কারিগরি ত্রুটির থাকার কারণে ফ্লাইটটি বাতিল করার কথা জানিয়েছে। এদিকে, নির্ধারিত ফ্লাইটটি বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের দুর্ভোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে কাতার এয়ারওয়েজ। এরপর যত তাড়াতাড়ি সম্ভব, যাত্রীদের পরবর্তী ফ্লাইটগুলোতে করে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে এয়ারলাইনস সংশ্লিষ্টরা। ’
Discussion about this post