দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ থেকে দিনাজপুরের জামতলী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন ৬ জন। সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর থেকে রংপুর গামী নুরানী ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে ৭জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় বাসের যাত্রী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post