আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনাঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনায় বেসামরিক নাগরিকসহ ৬৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় এ হামলার ঘটনা ঘটে। মালির সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র সন্ত্রাসী দল রারহৌস এলাকার আবাকইরা ও জরঘইয়ের মধ্যে চলাচলকারী কোমানাভের একটি নৌকায় হামলা চালিয়েছে। কোমানাভের পৃথক এক বিবৃতিতে বলা হয়, নৌকাটির ইঞ্জিন লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে। গত ২০ আগস্ট দেশটির বান্দিয়াগারা শহরের কাছে ইয়ারু এলাকায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
Discussion about this post