স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ শরিফ হোসেন(৩৮)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২১ ডিসেম্বর)সকাললের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মোছাঃ ফারজানা আক্তার জানান আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তার হানিফ ফ্লাইওভার ধোলাইপাড় এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি গুলিস্তান মুখী মোটরসাইকেল নিয়ে স্পিডে যাওয়ার সময় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। মোটরবাইকের নাম্বার ঢাকা মেট্রো -হ -৫৯- ০০৮৩,তিনি জানান,নিহতের বাসা,সূত্রাপুরে ৭/৮ নম্বর বাসার মৃত মোবারক আলীর সন্তান। নিহতের ভাই রাজিব জানান,নিহত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন,তার স্ত্রী মুসকান অন্তঃসত্ত্ব নিহত দুই ভাই এক বোন।
Discussion about this post