ঢাকা: চলমান সংকটময় পরিস্থিতির মধ্যে আগামী ১৬ নভেম্বরের ভেতর পূর্ব নির্ধারিত পাঁচ দফা দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল।আজ বুধবার (১২ নভেম্বর) যৌথ সংবাদ সম্মেলনে এমন কর্মসূচি ঘোষণা করে তারা।এর আগে গতকাল (মঙ্গলবার) দুপুরে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ পাঁচ দফা দাবিতে পল্টনে সমাবেশ করে দলগুলো।উল্লেখ্য, তার আগে ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।
























































Discussion about this post