ঢাকা: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আর পিছপা নয়। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যত দ্রুত এ আওয়ামী সরকারের পতন নিশ্চিত করা যায়, ততই জাতির মঙ্গল। শনিবার ঢাকা মহানগরীর উত্তর বিএনপির রূপনগর পল্লবী থানার অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীনতার অধিকার, ভোট ও ভাতের অধিকার, কথা বলার অধিকার খুঁজতে হচ্ছে। দেশের মানুষ আজ খুব অসহায়। বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নেই। কথা বলার অধিকার নেই। জনগণের পক্ষে কথা বললেই তার ওপর নেমে আসে গ্রেপ্তার ও নির্যাতনের স্টিম রোলার। এমনকি সাংবাদিকরা জনগণের পক্ষে ভাতের স্বাধীনতার কথা বলতে গেলে তারাও এই ফ্যাসিস্ট আওয়ামী নিশিরাতের সরকারের হাত থেকে রক্ষা পায় না। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী নেতাকর্মীদের ধ্বংস করতেই অবৈধ মিডনাইট সরকার গ্রেপ্তার ও ভয়াবহ জুলুম অব্যাহত রেখেছে। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত। তিনি আরও বলেন, আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে। তবে বর্তমান গণবিরোধী সরকারের স্মরণ করা উচিত যে, অতীতে যেমন কোনো স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীদের গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতন করে আন্দোলন-সংগ্রাম দমাতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের নিরস্ত করতে পারবে না। সভায় বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।
Discussion about this post