স্টাফ রিপোর্টার: রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় এবার সিটি করপোরেশনেরই এক পরিচ্ছন্ন কর্মী প্রাণ হারালেন। তার নাম শিখা রানী ভরানী (৫৫)। শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা উত্তর সিটি করপোশেন এলাকার জাহাঙ্গীর গেটের মহাখালী ফ্লাইওভারের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিখা রানী পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন বলে জানা গেছে। তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নকর্মী। ফ্লাইওভার দিয়ে আসা সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে। ঢাকার রাস্তায় নতুন আতঙ্কের নাম সিটি করপোরেশনের ময়লার গাড়ি। গত দুই মাসে রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় মারা গেলেন চারজন। গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হয়। এর পরেরদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আহসান কবির খান নামে সাবেক এক সংবাদ কর্মীর। সবশেষ গত ২৩ ডিসেম্বর টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হন।
Discussion about this post