স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহে ত্রিশালের মালেক হত্যা মামলায় ত্রিশ বছর পর চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে সব আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন মাস স্বশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সোমবার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের আলতাব আলী, মফিজ উদ্দিন, কিসমত আলী ও জিন্নাত আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জিব সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৯২ সালে পূর্ববিরোধের জের ধরে মালেককে কুপিয়ে খুন করে আসামিরা। এ ঘটনায় ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের হলে ঘটনার প্রায় ত্রিশ বছর পর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন বিচারক। তিনি আরও জানান, নিহত মালেক একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিল।
Discussion about this post