এম ইউ সৌরভ(মৌলভীবাজার): বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথমদিনে আজ মঙ্গলবার (৩১অক্টোবর) চলছে না কোনো বাস। তবে সিএনজি চালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তি গত গাড়ি চলছে শহরে। এদিকে, দূরপাল্লার বাস বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনে। সকাল থেকেই কুলাউড়া,কমলগঞ্জ ও শ্রীমঙ্গল রেল ষ্টেশন হতে শিডিউল মতো ছেড়ে গেছে সকল ট্রেন। সকালে শেরপুর সড়কে ঢাকা- সিলেট মহাসড়কের মৌলভীবাজারের অংশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে পিকেটিং করে এবং অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। এদিকে দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় আওয়ামীলীগের উদ্যোগে শান্তি মিছিল করতে দেখা যায়। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএমবার জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
Discussion about this post