বিশেষ প্রতিবেদন:রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পুলিশ। রোববার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।শনিবার (৫ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল (২৭), মুরাদ (২৫), মিরাজ (২৫), জাবেদ (৩০), সাম(২০), মুনসুর (৩৬), আরিফ (২৪), মন্টি পাটোয়ারী (২৭),জামিল (৪৫), সজল(২৮), রাশেদ (৩০), শোয়েব (২২), তাহিদুল(১৮), মাহাফুজ (১৮), আরিফ (২৫)।তাদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ জন, দ্রুত বিচার আইনের ২ জন, ডিএমপির মামলায় ৩ জন ও পরোয়ানা ১ জন।গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post