লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে সাইফ উদ্দিন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর বেগুনটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ ওই গ্রামের মোস্তাক হুজুরের ছেলে। সে স্থানীয় নামুড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে লালমনিরহাট বুড়িমারী রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিল সাইফ। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানাকে খবর দেওয়া হয়েছে।
Discussion about this post