বিশেষ প্রতিবেদন:শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দিঘীনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল মামুন গত বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে তিনি একটি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি বালারবাজার সড়কের নয়ারাস্তায় আসলে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার প্রত্যক্ষদর্শী বাদল কোতোয়াল বলেন, আমি বিকট শব্দ পেয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে আসি। পরে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। পরে একটি অটোরিকশায় করে আমার বড় ছেলেকে দিয়ে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি তিনি মারা গেছেন।এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন,সড়ক দুর্ঘটনা এক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইন ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post