সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনজন মোটরসাইকেল যোগে শহরতলীর মিলবাজার থেকে পাটকেলঘাটা যাওয়ার পথে শাকদাহ ব্রিজ নামক স্থানে পৌঁছলে নির্মাণাধীন রাস্তায় পড়ে থাকা বালিতে পিছলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আশিক (২৫) নামের একজন গুরুতর আহত হন। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আশিক কলারোয়া উপজেলার কাজীর হাটের সামছুর রহমানের ছেলে। আহতরা হলেন, শহরতলীর মাগুরা গ্রামের তৈয়বুর রহমানের ছেলে ইমন হোসেন (২৪) ও একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান শিমুল। আহত শিমুল জানান, নিহত আশিক তার খালাতো ভাই। তারা পারিবারিক দাওয়াতে শিমুলের বাড়িতে বেড়াতে আসে। ইফতারের পর তিনজনে একটি মোটরসাইকেলযোগে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post