টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেল সেতুর সাইট সিভিল ইঞ্জিনিয়ার নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত শাহ আব্দুল মঈন (৩৫) নরসিংদী জেলার পলাশ উপজেলার চর সিন্দুর এলাকার শাহ মোমেনের ছেলে। তিনি নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুতে সাইট সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এএসআই শফিকুর রহমান জানান, প্রকৌশলী শাহ আব্দুল মঈন মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।
Discussion about this post