পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সমিজুল ইসলাম (৭৫) নামে একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার পর তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারের পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা সমিজুল ইসলাম বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় বুড়াবুড়ি বাজারে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক হেঁটে পার হাচ্ছিলেন সমিজুল ইসলাম। এ সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন সমিজুল। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলে পথেই বীর মুক্তিযোদ্ধা সমিজুল ইসলাম মারা যান। তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ওই বীর মুক্তিযোদ্ধা মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।
Discussion about this post