এতদ্বারা সময় নিউজ 24 ডটকম এ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, সকল প্রতিনিধি ও বিজ্ঞপনদাতা- শুভাকাংখি ও আইন শৃঙ্খলা বাহিনীর সকল স্থরে কর্মরত সদস্যবৃন্দ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত এক বছর আগে সময় নিউজ 24 ডটকম এর নাম ভাঙ্গিয়ে অসৎ পথে অর্থ লেনদেনের অভিযোগের পেক্ষিতে তাহার সাথে আলাপ-আলোচনা করে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মোঃ মাহবুবুল আলম (রিপোর্টার) পিতা- মোঃ আব্দুর রশীদ, মাতা- আমেনা বেগম বর্তমান ঠিকানাঃ- ১৪/১৬, ব্লক সি, তাজমহল রোড মহাম্মদপুর, ঢাকা,মোঃ মাহবুবুল আলম-কে সময় নিউজ 24 ডটকম থেকে তার প্রতিনিধিত্ব (নিয়োগ) বাতিল করা হয়েছিলো। এবং মোঃ মাহবুবুল আলম সময় নিউজ 24 ডটকম এর কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাওয়ায় এবং অভিযোগকারীর সাথে মীমাংসা করায় তাহার কাছ থেকে সময় নিউজ 24 ডটকম এর আইডি কার্ডসহ সকল কিছু রেখে তাহার প্রতিনিধিত্ব (নিয়োগ) বাতিল করা হয়। গত কয়েক দিন ধরে সেই মোঃ মাহবুবুল আলম বিভিন্ন জায়গায় সময় নিউজ 24 ডটকম এর পরিচয় দিয়ে বেরাচ্ছে বলে জানা যায়, এই ব্যপারে মোঃ মাহবুবুল আলম-কে সময় নিউজ 24 ডটকম এর বার্তা সম্পাদক ফোন দিয়ে এই বিষয়ে জানতে চাইলে সে ফোন লাইনটি কেটে ফোন বন্ধ করে দেয়। মোঃ মাহবুবুল আলম (রিপোর্টার) পিতা- মোঃ আব্দুর রশীদ, মাতা- আমেনা বেগম এর সাথে সময় নিউজ 24 ডটকম এ কোন ধরণের সম্পর্ক নেই। যদি কোথাও সময় নিউজ 24 ডটকম পরিচয় প্রদান করে তাহলে আপনি/আপনারা আপনাদের নিকটস্থ থানা বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করুন।
বার্তা সম্পাদক
সময় নিউজ 24 ডটকম
Discussion about this post