স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় রিমাল শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন যশোর-মোংলায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২৭ মে) সকালে আবহাওয়ার এক জরুরী ব্রিফিংয়ে জানানো হয়, রিমাল শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এখনও বাংলাদেশে অবস্থান করছে। আগামীকাল নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে। বৃষ্টিপাতে এটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। আগামীকাল দুর্বল হয়ে আসামের দিকে যাবে। এতে বলা হয়, পটুয়াখালীর খেপুপাড়ায় রাতে ঘণ্টায় ১১১ কিলোমিটার বাতাসের গতিবেগ ছিলো। চট্টগ্রামে সর্বোচ্চ ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যশোর ও তার নিকটবর্তী জায়গায় অবস্থান করছে। আজ বিকেল নাগাদ রাজধানী অতিক্রম করে সিলেট হয়ে বাংলাদেশ অতিক্রম করবে রিমাল। ব্রিফিংয়ে আরও বলা হয়, এই মুহূর্তে যশোর ও তার নিকটবর্তী জায়গায় অবস্থান করছে রিমাল। আজ বিকেল নাগাদ রাজধানী অতিক্রম করে সিলেট হয়ে বাংলাদেশ অতিক্রম করবে এটি।
Discussion about this post