স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ম্যাজিকে টানা জয়ে লিগস কাপের সেমি ফাইনাল নিশ্চিত করলো ইন্টার মায়ামি। টানা পাঁচ ম্যাচে গোল করলেন মেসি। এর সুবাদেই কোয়ার্টার ফাইনালে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলো মায়ামি। শনিবার ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই শার্লটকে চেপে ধরে মায়ামি। বল দখলের লড়াই থেকে শুরু করে গোলমুখে শট সবকিছুতেই আধিপত্য বিস্তার করে রাখে মায়ামি ম্যাচের পুরোটা সময়। ৬৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিলেন মেসিরা। অপরদিকে শার্লটও ছিল বেশ মারকুটে ভঙ্গিতে। যার নজির মেলে ম্যাচের ১০ মিনিটের মাথায়। নিজেদের ডি বক্সে মায়ামির আরিওকে ফাউল করে বসেন শার্লটের হ্যারিসন। আর তাতে পেনাল্টি পায় মায়ামি। স্পট কিকের মাধ্যমে ম্যাচের দ্বাদশ মিনিটে দলকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। ৩২ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেইলর। প্রথমার্ধ শেষ করার আগে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচের ফেরার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে থাকে শার্লট। বেশ কিছু দুর্দান্ত আক্রমণ চালালেও মায়ামি গোলরক্ষক দলকে রক্ষা করেন। এর মাঝেই ঘটে উল্টো ঘটনা। ৭৮তম মিনিটে ডি বক্স থেকে মেসির নেয়া শট আটকে দিতে গিয়ে সেটি নিজেদের জালেই ঢুকিয়ে দেন শার্লটের এলিসন মালান্ডা। আর তাতে করে ব্যবধান গিয়ে ঠেকে ৩-০ তে। গোল করার টানা দুইটি সুযোগ হাতছাড়া হলেও জালের দেখা পেতে বেশি সময় লাগেনি মেসির। ৮৬ তম মিনিটে শার্লটের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। আর তাতেই বড় জয় নিয়ে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে তার দল।
Discussion about this post