স্পোর্টস রিপোর্ট: ফরাসি কাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মার্সেইয়ের কাছে জিততে পারল না জায়ান্ট ক্লাব পিএসজি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোল ব্যবধানে হেরে বিদায় নিতে হলো মেসি-নেইমারদের। ম্যাচে মার্সেইয়ের হয়ে একটি করে গোল করেন অ্যালেক্সিস সানচেজ ও রুসলান মালিনোভস্কি। পিএসজির একমাত্র গোলটি সার্জিও রামোসের। সেরা ষোলোর লড়াইয়ে ইনজুরির কারণে খেলতে পারেননি উদীয়মান তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। কিন্তু একাদশে ঠিকই ছিলেন সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও নেইমার। ম্যাচের ৩১তম মিনিটে স্পট কিক থেকে মার্সেইকে এগিয়ে দেন অ্যালেক্সিস সানচেজ। বিরতির ঠিক আগে সার্জিও রামোস পিএসজিকে সমতায় ফেরান। কিন্তু ইউক্রেনিয়ান মিডফিল্ডার মালিনোভস্কি ৫৭তম মিনিটে আবারও স্বাগতিকদের এগিয়ে দেন। তার এই গোলেই ভেলোড্রোমে পিএসজিকে হারানোর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়। শেষ ২৭ বারের মোকাবেলায় মার্সেই মাত্র দু’বার জয়ী হয়েছে। কাল ম্যাচ শেষে মার্সেই অধিনায়ক ভ্যালেন্সি রনগিয়ার বলেছেন, ‘আমরা জানি দীর্ঘদিন ধরে আমাদের সমর্থকরা এই জয়ের জন্য অপেক্ষায় ছিল। তাদের সঙ্গে জয়ের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত।’
Discussion about this post